ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করেননি সভাপতি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ১১ সেপ্টেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিরুদ্ধে স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে করা আবেদনপত্র গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা সভাপতি মো. খালিদ কুদ্দুসের নিকট আবেদনপত্র নিয়ে গেলে তিনি তা গ্রহণ করেননি।   

৪১তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জানান, চলতি বছরের ১৪জানুয়ারি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির নন থিসিস এবং ২৬ জুলাই থিসিস গ্রুপের ফলাফল প্রকাশ করা হয়। এই ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ফলাফলে অনেক ব্যবধান আছে। তাই ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বিভাগের সভাপতির নিকট আবেদন পত্র নিয়ে যান তারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইন দেখিয়ে সভাপতি আবেদনপত্রটি গ্রহণ করেনি। এর আগে গত রোববার আবেদনপত্র নিয়ে গেলে সেদিনও নানা অজুহাতে তিনি আবেদনপত্র গ্রহণ করেননি।

এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. খালিদ কুদ্দুস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগের সভাপতি ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করতে পারেন না। আর আমি বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করতে পারি না। তাই আমি আবেদনপত্রটি গ্রহণ করিনি।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অসিত বরণ পাল বলেন,‘পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের কোন সুযোগ নেই। তবে ফলাফলের হিসেবে যদি কোন ভুল পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ঠ বিভাগের পরীক্ষা কমিটি পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট আবেদন করতে পারে।’

এ ব্যাপারে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন,‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী ফলাফল পুনর্মূল্যায়নের কোন সুযোগ নেই।’

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি